Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভোলা সদর উপজেলার ব্যবসা বাণিজ্য

 

 

 

 

                                                        ব্যবসা বাণিজ্য

 ভোলা একটি দ্বীপ জেলা। ভোলা সদর উপজেলা পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা ও তেতুলিয়া নদী। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজ  ও মৎস্য আহরণের সাথে সংযুক্ত। স্থানীয়ভাবে এখানে তেমন কোন শিল্প কারখানা গড়ে ওঠে নাই। তবে এখানে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে, যা ব্যবসা বান্ধব ও কলকারখানা প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। মেঘনা ও তেতুলিয়া নদী বেষ্টিত হওয়ায় জলপথে পণ্য পরিবহনের সুবিধা রয়েছে।

সদর উপজেলার সদর রোড, বাংলাবাজার, পরাণগঞ্জ, ব্যাংকের হাট, ভেলুমিয়া এসব এলাকায় নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিবপুরে একটি বেসরকারি অর্থনৈতিক জোন স্থাপনের কাজ চলমান। ভেদুরিয়া ইউনিয়নে বেশকিছু পোষাক ও বহুজাতিক  শিল্প প্রতিষ্ঠান তাদের কারখানা স্থাপনের জন্য কার্যক্রম শুরু করেছে। এছাড়া এখানে রয়েছে সিরামিকস প্লান্ট। দক্ষিণ দিঘলদী ইউনিয়নে একটি অর্থনৈতিক জোন করার প্রস্তাব রয়েছে। স্থানীয় উদ্যোক্তাগণ এখানে কুটির শিল্পের পাশাপাশি বিসিক এর মাধ্যমে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এছাড়াও এখানে বরফকল আছে। 

মৎস্য সম্পদ বিশেষ করে ইলিশ আহরণ এখানকার অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা পালন করে । এখানকার উৎপাদিত কৃষি পণ্য -ধান, সয়াবিন, তরমুজ, আখ, পান , সুপারি ও সবজি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। প্রানি সম্পদে এ এলাকা স্থানীয় চাহিদা মিটিয়ে গরু ও মহিষ দেশের অন্যান্য এলাকায় বিক্রি করা হয়। এখানকার মিষ্টি ও মহিষের দুধের দইয়ের চাহিদা রয়েছে দেশজুড়ে। 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ অঞ্চল পর্যটন শিল্পের জন্য এক উৎকৃষ্ট স্থান। এ শিল্পে এখানে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। 

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রাকৃতিক গ্যাসের মজুদ, জলপথ ও স্থলপথে সহজেই পণ্য পরিবহনের সুযোগ থাকায় এ এলাকা ব্যবসার জন্য বিনিয়োগবান্ধব ভূমিকা পালন করতে পারে।