ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি বাজারকে কেন্দ্র করে মেঘনা নদীর তীরে গড়ে উঠেছে এই টুরিস্ট স্পট
ভোলা সদর হতে (নতুন বাজার অথবা কালীবাড়ির মোড় হতে বোরাকে অথবা রিক্সায়) ২০ – ৩০ মিনিটের মাথায় পৌঁছে যাবেন।
দ্বীপ জেলা ভোলার প্রান কেন্দ্র এই মেঘনার তীর, মেঘনার তীরে গড়ে ওঠা তুলাতলি বাজারকে কেন্দ্র করে নামকরন করা হয়েছে তুলাতলি টুরিষ্ট স্পট।
পড়ন্ত বিকেলে, বন্ধুসহ ঘুরে আসতে পারেন, ভোলা সদরের অদূরে অবস্থিত তুলাতুলির এই টুরিস্ট স্পটে, একান্তে শান্তিতে মনের কথা বলতে পারেন প্রিয় মানুষটির সাথে, ভয় পাবেন না নদীর জল পেরিয়ে এইসব ছাউনিতে ওঠার ভালো ব্যবস্থা আছে.. বিশাল নদী আর তার জল আপনাকে কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবে অন্যজগতে। আশেপাশেই রয়েছে হাল্কা খাবারের ব্যবস্থা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS