গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়
ভোলা সদর, ভোলা।
স্মারক নং- ৩৯.১০.০৯১৮.০০০.১৩.০০১.১২- ৯৬৫ তারিখ. ২০/১০/২০১৪খ্রি.
বিষয়ঃ ওয়েব প্রোর্টালে তথ্য হালনাগাদ করণ প্রসংগে।
সূত্রঃ জেলা প্রশাসক ভোলা মহোদয়ের কার্যালয়ের ২৯/০৯/২০১৪খ্রি. তারিখের ৩৯.১০.০৯০০.০২৩.০৯.০০২.১২-১২৯নংস্মারক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভোলা সদর উপজেলার ওয়েব প্রোর্টাল সমূহের সার্বিক অবস্থা সম্পর্কিত একটি চিত্র এতদসংগে প্রেরণ করা হ’ল। উক্ত চিত্রের লিংকগুলো অসম্পূর্ন থাকায় উদ্ধর্তন কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছেন। অসম্পূর্ন তথ্যগুলো জরুরী ভিত্তিতে আপলোড করা প্রয়োজন।
এ বিষয়ে জেলায় একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। মনিটরিং এর সদস্যগণ যে কোন সময়ে আপনার ইউনিয়নের ডিজিটাল সেবা কেন্দ্র পরিদর্শন করবেন। এ বিষয়ে শৈথিল্য প্রদর্শন করা হলে কঠোরভাবে দেখা হবে বলে অবহিত করেছেন।
এমতাবস্থায় পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে চিত্রের অসম্পূর্ন লিংকগুলি তথ্য আপলোডের মাধ্যমে লিংকগুলো সম্পূর্ন করে নিম্ন স্বাক্ষরকারিকে অবহিত করার জন্য অনুরোধ করা হ’ল।
সংযুক্ত. বর্ণনা মতে ০১(এক) ফর্দ
চেয়ারম্যান...................................... ইউনিয়ন, ভোলা সদর, ভোলা | স্বাক্ষরিত (এস,এম,ফরিদ উদ্দিন) উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ভোলা সদর, ভোলা। |
অনুলিপি সদয় জ্ঞাতার্থেঃ
১। জেলা প্রশাসক, ভোলা।
E:BCC all fileweb portal.doc
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস