ভোলা দ্বীপটি পদ্মা মেঘনা ও বহ্মপুত্র নদীর শাখা প্রশাখায় বাইিত পলি দ্বারা গঠিত ।
এক নজরে উপজেলা |
০১। উপজেলায় উন্নীত হওয়ার তারিখ : ০১/০২/১৯৮৪ ০২। আয়তন : ৪১৩.১৬বর্গকিঃ ০৩। জনসংখ্যা : ৪,৫৭,০৬৮ জন পুরুষ : ২,২৩,৭৯২ জন মহিলা : ২,৩৩,২৭৬ জন ০৪। শিক্ষা প্রতিষ্ঠানঃ ক) মহাবিদ্যালয় (স্নাতোকত্তর ) সরকারি : ০২ টি খ) উচ্চ মাধ্যমিক কলেজ (বেসরকারি) : ১১ টি গ) স্কুল অ্যান্ড কলেজ (বেসরকারি) : ০৪ টি ঘ) মাধ্যমিক বিদ্যালয় (সরকারি) : ০২ টি ঙ) মাধ্যমিক বিদ্যালয় (বেসরকারি) : ৪৭ টি চ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (বেসরকারি) : ১৩ টি ছ) হোমিও মহাবিদ্যালয় (বেসরকারি) : ০১ টি জ) কামিল মাদ্রাসা ( বেসরকারি) : ০১ টি ঝ) ফাজিল মাদ্রাসা (বেসরকারি ) : ০২ টি ঞ) আলীম মাদ্রাসা (বেসরকারি) : ০৮ টি ট) দাখিল মাদ্রাসা (বেসরকারি) : ৩৪ টি ঠ) সতন্ত্র্য এবতেদায়ী মাদ্রাসা ( বেসরকারি ) : ৫৫ টি ড ) প্রাথমিক বিদ্যালয়ঃ সরকারী- ২০৯ টি, শিশু কল্যান ট্রাস্ট -০২ টি, ঢ) কিন্ডার গার্টেন : ৪৫ টি ণ) টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ : ০১ টি ত ) টেক্সটাইল কলেজ : ০১ টি থ ) পিটিআই : ০১ টি ধ) কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান : ০৩ টি ন) কওমী মাদ্রাসা : ৪৬ টি ০৫। ইউনিয়ন পরিষদের সংখ্যা : ১৩ টি ০৬। পৌরসভা : ০১টি ০৭। মোট গ্রাম : ১২৩ টি ০৮। মসজিদ : ১০২৭ টি ০৯। মন্দির : ৭৪ টি ১০। শিক্ষার হার : ৬৭ % ১১। সিনেমা হল : ০১ টি ১২। (ক) খাদ্য গুদাম : ০২ টি (খ) সার গুদাম : ০২ টি ১৩। এতিমখানা : ০২ টি ১৪। ডাকঘর : ২৪ টি ১৫। স্বেচ্ছাসেবী সংগঠন : ৪৫ টি ১৬। ডাক ও তার : ০১ টি ১৭। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র : ১৩০ টি ১৮। ফরেষ্ট নার্সারী : ০১ টি ১৯। পাবলিক লাইব্রেরী : ০১ টি ২০। বিদ্যুত কেন্দ্র : ০২ টি ২১। রেড ক্রিসেন্ট : ০১ টি ২২। ডাকবাংলো : ০২ টি ২৩। সার্কিট হাউজ : ০১ টি ২৪। মুজিব কেল্লা : ০২ টি ২৫। পরিবার পরিকল্পনা কেন্দ্রঃ (ক) বন্ধাকরণ কেন্দ্র : ০৩ টি (খ) পরিবার কল্যাণ কেন্দ্র : ১২ টি (গ)কমিউনিটি ক্লিনিক : ৪১ টি ২৬। ব্যাংক সংখ্যা : ৩০ টি ২৭। মৎস্য খামার : ২৭ টি ২৮। মোট জমির পরিমান (ক) এক ফসলী জমি : ২৮৬.৫২ একর (খ) দো-ফসলী জমি : ১৮,৫৪৭.২৩ একর (গ) তিন ফসলী : ৪০,৬৯৩.২৫ একর (ঘ) পতিত : ৬১০ একর ২৯। ইউনিয়ন ভূমি অফিস : ০৯ টি ৩০। হাট-বাজার : ২৩ টি ৩১। প্রাণীসম্পদ হাসপাতাল : ০১ টি ৩২। জলাশয় : ১০ টি ৩৩ । লঞ্চঘাট : ০৩ টি ৩৪ । ফেরিঘাট : ০২ টি ৩৫ । হেলিপ্যাড : ০১ টি ৩৫। মডেল মসজিদ : ০১ টি ৩৬ । মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প :৪৪৯ টি |
ভৌগলিক পরিচিতি |
ভোলা সদর উপজেলাটির উত্তরে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলা, পূর্বে দৌলতখান উপজেলা, দক্ষিণে বোরহানউদ্দিন ও পশ্চিমে পটুয়াখালীর বাউফল এবং বরিশাল বাকেরগঞ্জ উপজেলা । |
উপজেলার পটভূমি |
ভোলা দ্বীপটি পদ্মা মেঘনা ও বহ্মপুত্র নদীর শাখা প্রশাখায় বাহিত পলি দ্বারা গঠিত। পলি, লতা-পাতা ও কচুরিপানা ভাসমান অন্যান্য আবর্জনা ধীরে ধীরে জমা হয়ে প্রবাল দ্বীপের ন্যয় চর পড়া শুরু হয়, এর সাথে পলি জমে এ মূল ভূখন্ডের উৎপত্তি হয় । এই দ্বীপের বয়স প্রায় ৫০০ বছর ।
ভোলা নামকরণের পিছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে ।ভোলা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা । এক সময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে । খেয়া নৌকার সাহায্যে লোকজনের পারাপারের কাজ চলত । খুব বুড়ো এক মাঝি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত । তার নাম ছিল ভোলা গাজী পাটনী । আজকের যুগিরঘোলের কাছেই তার আস্তানা ছিল । এই ভোলা গাজীর নাম অনুসারেই এক সময় স্থানটির নামকরণ হয় ভোলা।
ভোলা থানা ১৯১৬ সালের ১৮ এপ্রিলের ৬৫১৯ ও ১৯৮০ সালের ২৭ আগস্ট তারিখের ৪২০৩ পি,এল স্মারকবলে বর্তমান স্থানে ভোলা থানার দালানটি নির্মিত হয় । যদিও ১৮৯২ সাল থেকেই এখানে নিয়মিতভাবে কাজকর্ম চলে আসছে তবে ভোলা থানাটি ১৯৪২ সালে স্থাপিত । ভোলা থানাটি ২২ ৩২ অক্ষাংশ থেকে ২২ ৫২ উত্তর এবং ৯০ ৩২ থেকে ৯০ ৪০ দ্রাঘিমাংশ পূর্বে অবস্থিত । পরবর্তীতে ০১/০২/১৯৮৪ খৃঃ তারিখ এটি উপজেলায় উন্নিত হয় । |
ইউনিয়ন সমূহ |
০১। রাজাপুর , ০২। ইলিশা , ০৩। পশ্চিম ইলিশা , ০৪। কাচিয়া, ০৫। বাপ্তা , ০৬। ধনিয়া , ০৭। শিবপুর, ০৮। আলীনগর, ০৯।চরসামাইয়া , ১০। ভেলুমিয়া, ১১। ভেদুরিয়া, ১২। উত্তর দিঘলদী ও ১৩। দক্ষিণ দিঘলদী ইউনিয়ন । |
উপজেলার ঐতিহ্য |
কেয়ামুদ্দিন বেপারী নামে এক ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করেন যা বর্তমানে ভোলা বড় মসজিদ নামে পরিচিত । এছাড়াও রয়েছে ভোলার প্রথম দালান রজনী করের ভবন যা বর্তমানে মহিলা কলেজের ছাত্রীবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে । এছাড়াও ভোলা শহরের কেন্দ্রস্থলে বরিশাল দালান নামে একটি দালান রয়েছে যা ভোলার জিরো পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে । |
ভাষা ও সংস্কৃতি |
বাংলা শুদ্ধ ও আঞ্চলিক ভাষায় কথা বলে। এখানে মুসলমানগণ ২টি ঈদ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করেন। হিন্দু ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজা আড়ম্বরপূর্ণভাবে পালন করেন। |
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের তালিকা (ইউনিয়ন ভিত্তিক) |
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে ভোলা সদর উপজেলার বাংলাবাজার ও ঘুইংগার হাটে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছিল। পাক হানাদার বাহিনীর ভোলাস্থ ক্যাম্পে (ওয়াপদা ভবন) অত্র এলাকার গণমান্য ব্যক্তিদের (পুরুষ ও মহিলা) নির্যাতন করে হত্যা করা হয়। পরবর্তীতে এদের মৃতদেহ ক্যাম্পের পিছনে গণকবর দেয়া হয়, যা বর্তমানে বধ্যভূমি হিসেবে পরিচিত। পৌরসভা ও ইউনিয়নভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা আলাদা পাতায় লিপিবদ্ধ করা হয়েছে । |
দর্শনীয় স্থান
|
১। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যাদুঘর, আলীনগর ২। মোস্তফা কামাল বাস টার্মিনাল ৩। স্বাধীনতা জাদুঘর, বাংলাবাজার, ভোলা ৪।বুড়ি মসজিদ, বাপ্তা |
প্রখ্যাত ব্যক্তিত্ব |
রাজনৈতিক ব্যক্তিত্ব : ১। জনাব তোফায়েল আহমেদ,কোড়ালিয়া,দক্ষিণ দিঘলদী,ভোলা সদর, মাননীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী। ২। মৃত মোশারেফ হোসেন শাহজাহান,৫নং ওয়ার্ড,ভোলা পৌরসভা, প্রাক্তন ধর্ম প্রতিমন্ত্রী। ৩। মৃত নাজিউর রহমান মঞ্জুর, গজারিয়া,উ: দিঘলদী, প্রাক্তন এলজিআরডি মন্ত্রী। ৪। জনাব আন্দালিভ রহমান পার্থ, ৮নং ওয়ার্ড ভোলা পৌরসভা প্রাত্তন মাননীয় সংসদ সদস্য ৫। জনাব ফজলুল কাদের মজনু, কালিনাথরায়ের বাজার, ভোলা পৌরসভা, সভাপতি, ভোলা জেলা আওয়ামীলীগ। ৬। জনাব আলহাজ্জ গোলাম নবী আলমগীর, ৫নং ওয়ার্ড,ভোলা পৌরসভা, সভাপতি, জেলা বিএনপি, ভোলা। ৭। জনাব মো: কামাল উদ্দিন চৌধুরি, ৫নং ওয়ার্ড,ভোলা পৌরসভা, সভাপতি, বাংলাদেশ জাতীয়পার্টি, ভোলা জেলা শাখা। বিশিষ্ট ব্যক্তিত্ব: ১। জনাব এম মোকাম্মেল হক, বাপ্তা ,পরানগঞ্জ, প্রাক্তন সচিব। ২। জনাব এস,এম,এ আবদুল হামিদ, বাপ্তা, প্রাক্তন টিসিবি পরিচালক। ৩। জনাব অধ্যাপক এ,এন এম তাজুল ইসলাম, রামদাসপুর, রাজাপুর, প্রাক্তন অধ্যক্ষ, ভোলা সরকারি কলেজ। ৪। জনাব ফরিদ আহমেদ, উ:দিঘলদী, বিচারপতি, হাইকোট, ঢাকা। ৫। জনাব সামছুল আলম চৌধুরি, ইলিশা সড়ক, প্রাক্তন অধ্যক্ষ, ভোলা সরকারি কলেজ ৬। জনাব দুলাল চন্দ্র ঘোষ, ওয়েষ্টার্ন পাড়া, প্রাক্তন অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ। ৭। জনাব মো: রুহুল আমিন জাহাঙ্গীর, প: চরনোয়াবাদ, প্রাক্তন অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ। ৮। জনাব এম ফারুকুর রহমান, কালিবাড়ি রোড, প্রাক্তন অধ্যক্ষ, নাজিউর রহমান কলেজ। ৯। জনাব মোফাজ্জল হোসেন শাহীন, উকিলপাড়া, প্রাক্তন অধ্যক্ষ, ওবায়েদুল হক কলেজ। ১০। জনাব আফসার উদ্দিন বাবুল, সদর রোড, ভোলা, প্রাক্তন অধ্যক্ষ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ। ১১। জনাব মুফতি মাও: মো: ইউনুছ, ধনিয়া, প্রাক্তন উপাধ্যক্ষ, ভোলা আলীয়া মাদ্রাসা। কবি/লেখক: ১। জনাব মোজাম্মেল হক, বাপ্তা, ভোলা। ২। জনাব মোশারেফ হোসেন শাহজাহান, মহাজনপট্টি, ভোলা। ৩। জনাব মোহাম্মদ হোসেন চৌধুরি, কলেজ রোড, ভোলা। ৪। জনাব মো: মোস্তফা হারুন, যুগীরঘোল, ভোলা। ৫। জনাব মকবুল আহমেদ। ৬। জনাব আবু জাফর আবদুল্লাহ, চরছিফলী, চরসামাইয়া। ৭। অধ্যাপক আ: মাতিন, দড়িরাম শংকর, ভোলা। ৮। জনাব আবুল কালাম মুস্তাফা, জামিরালতা বাপ্তা, ভোলা। ৯। জনাব কবি আমিনুল হক আনওয়ার, আলগী, ধনিয়া। ১০। জনাব কবি নাসির আহমেদ, আলীনগর, ভোলা। ১১। জনাব মাও: ফজলুল করিম, শিবপুর, ভোলা। ১২। প্রফেসর ড. ভূইয়া মো: ইকবাল, ভোলা পৌরসভা। ১৩। মুফতি মাও: মো: ইউনুছ, নাছিরমাঝি, ধনিয়া, ভোলা। |
খেলাধুলা ও বিনোদন |
ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ইত্যাদি জেলা শিল্পকলা একাডেমী ও জেলা শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান উদযাপন এবং বিভিন্ন সংগঠন কর্তৃক সাংস্কৃতিক/বিতর্ক প্রতিযোগিতা/নাট্যানুষ্ঠান পরিচালিত হয়। |
প্রাকৃতিক সম্পদ |
প্রাকৃতিক গ্যাস |
নদ-নদী |
মেঘনা ও তেতুলিয়া |
ব্যবসা-বানিজ্য |
পান, সুপারি, ইলিশ ইত্যাদি |
হোটেল ও আবাসন |
সরকারি সার্কিট হাউস, জেলা পরিষদের ডাক বাংলো এবং বেসরকারি উন্নতমানের হোটেল ও আবাসন ব্যবস্থা রয়েছে। |
যোগাযোগ |
সড়ক পথে ও নৌপথে |
পত্র পত্রিকা |
দৈনিক আজকের ভোলা, দৈনিক দক্ষিণ প্রান্ত এবং দৈনিক বাংলার কন্ঠ। |
হাট-বাজার |
২৫ টি |
জাতীয় সংসদ সদস্য |
জনাব তোফায়েল আহমেদ,কোড়ালিয়া,দক্ষিণ দিঘলদী,ভোলা সদর, মাননীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী। ভোলা-১। |
মানচিত্রে উপজেলা |
(উপজেলার মানচিত্রে)
|
ছবি |
(গুরুত্বপূর্ণ স্থান, ব্যক্তি,ঘটনার ছবি) |
স্বাস্থ্য বিষয়ক (ইউনিয়ন/পৌরসভা ভিত্তিক) |
হাসপাতাল/স্বাস্থ্যকেন্দ্র- হাসপাতাল-০১টি, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র -১৩টি, পৌরসভা স্বাস্থ্য কেন্দ্র- ০১টি. । রেজিষ্টার্ড ডাক্তার - স্বাস্থ্যকর্মীর তালিকা - ইউনিয়ন ভিত্তিক স্বা স্থ্যকর্মীর তালিকা আলাদা কাগজে লিপিবদ্ধ করা হয়েছে । স্বাস্থ্য কর্মসূচী- কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা সহ ইপিআই, এনআইডি, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, কৃমি নিয়ন্ত্রন ইত্যাদি। |
কৃষি বিষয়ক |
|
ইউনিয়ন ভিত্তিক সার ডিলাদের নামের তালিকা
ক্রমিক নং |
ডিলার/প্রতিষ্ঠানের নাম |
নির্ধারিত ইউনিয়ন |
০১ |
মেসার্স সান কর্পোরেশন |
রাজাপুর |
০২ |
মেসার্স ইলিশা এগ্রো টেডিং |
ইলিশা |
০৩ |
মেসার্স মিজান ট্রেডাস |
পঃ ইলিশা |
০৪ |
মেসার্স ভূইয়া টেডিং কর্পোরেশন |
কাচিয়া |
০৫ |
মেসার্স খাজা এন্টারপ্রইজ |
বাপ্তা |
০৬ |
মেসার্স মোশারেফ এন্ড ব্রাদার্স |
ধনিয়া |
০৭ |
মেসার্স ইমরান এন্টারপ্রইজ |
শিবপুর |
০৮ |
মেসার্স মমতা এন্টারপ্রাইপ |
আলীনগর |
০৯ |
মেসার্স পাটোয়ারী এজেন্সী |
চরসামাইয়া |
১০ |
মেসার্স রিফাত এন্টারপ্রাইজ |
ভেলুমিয়া |
১১ |
মেসার্স আহমেদ ট্রেডার্স |
ভেদুরিয়া |
১২ |
মেসার্স শাকিল এন্টারপ্রাইজ |
উঃ দিঘলদী |
১৩ |
মেসার্স জনতা টেডিং এজেন্সী |
দঃ দিঘলদী |
১৪ |
মেসার্স নাজিমুদ্দিন টেড্রার্স |
পৌরসভা |
খাদ্য উৎপাদনঃ
ভোলা সদর উপজেলায় ধান, গম, ভূট্টা, পাট, ডাল, মরিচ ইত্যাদি উৎপাদন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস