Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সোশ্যাল মিডিয়া সংলাপ
বিস্তারিত

 

 ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সোশ্যাল মিডিয়া সংলাপ ধান ক্রয়ে কোটা বৃদ্ধির মাধ্যমে উদ্বৃত্ত ধানের সদ্ব্যবহার 25-10-2015 তারিখ বিকাল 4.00 টায় মাননীয় প্রধান মন্ত্রীর মূখ্যসচিব মহোদয়ের সঞ্চালনায় বরিশাল বিভাগে ‘‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ’’ বিষয়ক স্যোশাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগের 06 (ছয়)টি জেলা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উক্ত মিডিয়া সংলাপে অংশগ্রহণ করবে। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আগ্রহী যে কোন ব্যক্তি ইউটিউবের মাধ্যমে যুক্ত হয়ে উল্লিখিত সংলাপটি সরাসরি উপভোগ করতে পারবেন। এ সংলাপে সংযুক্ত হওয়ার জন্য নির্ধারিত সময়ে নিম্নের ইউটিউব লিংঙ্কে ক্লিক করতে হবে। ইউটিউব লিঙ্ক :https://www.youtube.com/watch?v=03cXlP_bncQ সংলাপটি প্রাণবন্ত ও সফল করে তোলার লক্ষ্যে আগ্রহী ব্যক্তিগণ ‘ধান ক্রয়ে কোটা বৃদ্ধির মাধ্যমে উদ্বৃত্ত ধানের সদ্ব্যবহার’ সম্পর্কে তাদের মূল্যবান প্রশ্ন ও সুপারিশ পাঠাতে পারেন। এজন্য নিম্নের লিঙ্কটিতে ক্লিক করে আপনার প্রশ্ন ও সুপারিশ জানাতে পারেন। প্রশ্ন ও সুপারিশ পাঠানোর লিঙ্ক https://docs.google.com/forms/d/1xA8TofGR-AU19Ah2IknNZhycWkBvIRflccBg0eSgbeo/viewform পৃথিবীর যেকোন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর এটুআই প্রোগ্রামের সহায়তায় আয়োজিত এ সংলাপে যুক্ত হয়ে ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে দিন।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
25/10/2015