গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিষদ কার্যালয়
ভোলা সদর, ভোলা।
স্মারক নং-৪৬.১০.০৯১৮.০০০.০৩.০০১.১২- (৫০) তারিখ : ১০/১২/১২খ্রি:।
নোটিশ
আগামী ১৯/১২/১২ খ্রি: তারিখ রোজ বুধবারবেলা ১১.০০টায় ভোলা সদর উপজেলাপরিষদ মিলনায়তনে উপজেলাপরিষদের ডিসেম্বর/১২মাসের মাসিক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল কাদের মজনু।
উক্ত সভায় আপনাকে আপনার বিভাগের নভেম্বর/২০১২মাসের কার্যপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
সভায় আলোচ্য বিষয়বস্ত্ত:
১। পূর্ববর্তী সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন।
২। বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা।
৩। বিবিধ।
প্রাপক : ................................................ ................................................ | (মো: অলিউর রহমান) উপজেলা নির্বাহী অফিসার ভোলা সদর, ভোলা।
|
বিতরণ : সদয় জ্ঞাতার্থে :
১। মাননীয় সংসদ সদস্য, ১১৫ ভোলা-১, সংসদ সচিবালয়, ঢাকা।
২। জেলা প্রশাসক, ভোলা।
৩। পুলিশ সুপার, ভোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস